Upcoming activities:
23rd SCAC: Fourth Industrial Revolution and Future Society (26-28, Oct'24)

Recent activities
On-Spot Project Review (BAS-USDA 6th Phase)- Jun'24

 

আজীবন সম্মাননা পেলেন প্রবাসী ফেলো এমেরিটাস অধ্যাপক ড. শাহজাহান খান


1764414608-8cbadefae5c595469eed18f3d8aaca6a

আজীবন সম্মাননা পেলেন প্রবাসী ফেলো এমেরিটাস অধ্যাপক ড. শাহজাহান খান

ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব রিলায়েবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (IARS)-এর ৯ম আন্তর্জাতিক সম্মেলনে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (AUB)-এর উপাচার্য এবং বাংলাদেশ বিজ্ঞান একাডেমি (BAS) এর প্রবাসী ফেলো এমেরিটাস অধ্যাপক ড. শাহজাহান খানকে সংস্থাটির সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করেছে। সম্মেলনটি ভারতের দিল্লির নিকটবর্তী রোহতাকে ২৮-৩০ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়।

এই সম্মাননা তার দীর্ঘ একাডেমিক যাত্রায় গবেষণা, আন্তর্জাতিক খ্যাতি, নেতৃত্ব, উদ্ভাবনী কাজ এবং পরিসংখ্যান ও ডাটা সায়েন্সে বৈশ্বিক অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে হরিয়ানা প্রদেশের শিক্ষামন্ত্রী, শ্রী মহাপাল ধান্দা এবং IARS-এর সভাপতি অধ্যাপক এস সি মালিক এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রফেসর খানের (ছবিটির থেকে দ্বিতীয়) হাতে তুলে দেন।

প্রফেসর খান সম্মেলনে মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের অংশ হিসেবে ‘Decision from Data – Use and Abuse of Statistics in Research, Development, and Public Decisions’ শীর্ষক একটি কী-নোট বক্তৃতা উপস্থাপন করেন।

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটি শুধু IARS-এর সর্বোচ্চ স্বীকৃতিই নয়, বরং বিশ্বব্যাপী পরিসংখ্যানবিদ্যায় যারা পথপ্রদর্শকের ভূমিকা রেখেছেন, তাদের সর্বোচ্চ সম্মাননা হিসেবে গণ্য হয়। কয়েক দশকজুড়ে গবেষণা, একাডেমিক নেতৃত্ব, পরিসংখ্যান শিক্ষার উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতায় প্রফেসর খানের অসামান্য অবদান এ পুরস্কারের মাধ্যমে স্বীকৃত হলো। পুরস্কার গ্রহণকালে তিনি IARS এবং MDU কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এই সম্মাননা আমার সহকর্মী, শিক্ষার্থী এবং যেসব প্রতিষ্ঠান আমাকে সবসময় সহযোগিতা করেছে তাদের সম্মিলিত অবদানের প্রতিফলন।’

প্রফেসর খান অতীতেও একাধিক আন্তর্জাতিক স্বর্ণপদক অর্জন করেছেন—২০০১ সালে ICESCO স্বর্ণপদক, ২০০৭ সালে ISOSS স্বর্ণপদক এবং ২০১২ সালে বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশনের কাজী মোতাহার হোসেন স্বর্ণপদক।

তিনি বাংলাদেশ অ্যাকাডেমি অব সায়েন্সেস (BAS)-এর নির্বাচিত প্রবাসী ফেলো এবং স্কোপাস সূচিকৃত Journal of Applied Probability and Statistics (JAPS)-এর প্রতিষ্ঠাতা প্রধান সম্পাদক।

তিনি ২০-এর অধিক পিএইচডি গবেষকের তত্ত্বাবধায়ক, ৫টি বই ও ২৫০-এর বেশি গবেষণা নিবন্ধের লেখক এবং বিশ্বব্যাপী অসংখ্য কী-নোট ও আমন্ত্রিত বক্তা হিসেবে খ্যাত। ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করে পরে কানাডা, সৌদি আরব, মালয়েশিয়া, বাহরাইন ও ওমানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (AUB)-এর উপাচার্য এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড-এর এমেরিটাস প্রফেসর।

বাংলাদেশ বিজ্ঞান একাডেমি (BAS) এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মানের জন্য এমেরিটাস অধ্যাপক ড. শাহজাহান খানকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে।