Bangladesh Academy of Science
ইমেরিটাস বিজ্ঞানী অধ্যাপক ড. কাজী এম বদরুদ্দোজা
বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর সিনিয়র ফেলো, কাজী পেয়ারার উদ্ভাবক, বাংলাদেশের প্রখ্যাত কৃষি বিজ্ঞানী, কৃষি সংগঠক এবং স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ইমেরিটাস বিজ্ঞানী অধ্যাপক ড. কাজী এম বদরুদ্দোজা মারা গেছেন। আজ বুধবার বিকেল ৪টায় বার্ধক্যজনিত রোগে উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।
বাংলাদেশ বিজ্ঞান একাডেমী তার বিদেহী আত্মার শান্তি ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।